বাজিতপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলার স্থানীয় সাংবাদিকরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাঁশমহল নামক এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
একই দিন সকালের দিকে বাঁশমহল এলাকায় ধর্মীয় রাজনৈতিক একটি দলের উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এই মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে হামলা করে স্থানীয় কিছু সন্ত্রাসী। এ হামলার ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে আহত হন নিউজ ২১-এর (আইপিটিভি) জেলা সংবাদদাতা আবুল হোসেন, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ মানিক, আজকের পত্রিকার খলিলুর রহমানসহ ইসলামী আন্দোলনের অন্তত চারজন কর্মী।
আক্রমণের শিকার সংবাদকর্মীদের সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস সময়ে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি তুলে বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার কেন? রাজনৈতিকতার নামে কিছু দুর্বৃত্তের এত সাহস পায় কোথায়?
এ বিষয়ে ইউএনও ফারাশিদ বিন এনাম ও ওসি মুরাদ হোসেন দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা