ইলিশ ধরতে সাগরে নামার প্রতিযোগিতায় জেলেরা
নিষেধাজ্ঞা শেষ ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবার আশা- রবিন আহম্মেদ পায়রা বন্দর (পটুয়াখালী)
- ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯
শেষ সময়ের সাগর যাত্রার প্রস্তুতিতে যেন দম ফেলার উপায় নেই জেলেদের। কেউ জাল তুলছে ট্রলারে কেউ জাল করে নিচ্ছেন সেলাই, কেউ সেরে নিচ্ছেন ধোয়া মোছার কাজ, আবার কেউ সমুদ্র যাত্রার জন্য তুলে নিচ্ছেন খাদ্যসামগ্রী। কার আগে কে নামবে সেই প্রতিযোগিতাই যেন জেলেদের মধ্যে। শেষ মুহূর্তে পটুয়াখালীর রাঙ্গাবালীর হাজার হাজার জেলে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন। মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে চলা ২২ দিনের নিষেধাজ্ঞা গতকাল রোববার মধ্যরাতে শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হলেই মাছ শিকারে নেমে পড়বেন তারা। জেলেরা বলছেন, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে এবার ভারতের জেলেদের অনুপ্রবেশের খবর তেমন শোনা যায়নি। ফলে নদী ও সাগরে নেমে আশানুরূপ মাছ পাওয়ার আশা জেলেদের। আর বিশেষজ্ঞদের মতে- প্রজননের পরে এখন ইলিশের ডিম রক্ষার পাশাপাশি ডিম থেকে হওয়া জাটকাও রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের উদ্দেশ্যও সফল হবে।
ঘাটে জেলেদের তোড়জোড় বেড়েছে। জেলে পল্লীতে এভাবেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। তিন সপ্তাহ কর্মহীন সময় কাটিয়ে এখন পটুয়াখালীর রাঙ্গাবালীর হাজার হাজার জেলে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই উপজেলার সবচেয়ে বড় মৎস্যঘাট চরমোন্তাজ স্লুইস ঘাট এলাকায় সারি সারি করে রাখা ট্রলারগুলো প্রস্তুত করা হচ্ছে।
জেলেরা বলছেন, টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় তাদের অনেকেই ধারদেনায় জড়িয়েছেন। কারণ তালিকাভুক্ত না হওয়ায় নিষেধাজ্ঞাকালীন সরকারি খাদ্য সহায়তার ২৫ কেজি চাল সবার ভাগ্যে জোটেনি। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে নেমে আশানুরুপ মাছ পাওয়ার আশায় বুক বাঁধছেন জেলেরা।
মায়ের দোয়া ফিশিং এর মাঝি ইউসুফ বলেন, আমি সাত থেকে আট বছর পর্যন্ত জেলের কাজ করি। কিন্তু সরকারি প্রণোদনার তালিকায় আমার নাম নেই।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ একোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদের সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, প্রজননের সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে মা ইলিশ ডিম ছেড়েছে। এখন এই ডিম রক্ষার পাশাপাশি ডিম থেকে হওয়া জাটকাও রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ইলিশে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা (রোববার) রাত ১২ টায় শেষ হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা