০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`
কুমারখালী ও সোনাতলায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা

নয়া দিগন্ত সত্য ও বস্তুনিষ্ঠ সাহসী সাংবাদিকতা করে

-

কুষ্টিয়ার কুমারখালী ও বগুড়ার সোনাতলায় নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে অংশ নেয়া অতিথিরা নয়া দিগন্তকে সত্য ও বস্তুনিষ্ঠভাবে সাহসী সাংবাদিকতা করার জন্য সাধুবাদ জানান।
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, শনিবার সকালে উপজেলার পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। নয়া দিগন্তের সংবাদদাতা ও কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা উদ্বোধন করেন কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা জামায়াতে আমির আত্তাফ উদ্দিন, নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমারখালী যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, কবি সোহেল আমিন বাবু, নাট্যকার লিটন আব্বাস, সাহিত্যিক এস এম আফজাল হোসেন, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দৈনিক সংগ্রামের মাহমুদ শনীফ, যমুনা টিভির রুহুল আমিন বাবু, জি টিভির কাজী সাইফুল, কুষ্টিয়া জেলা শিবির সভাপতি ইমরান হোসেন, থানা সভাপতি ইসরাইল হোসেন, ছাত্রদলের সদস্যসচিব আবু কাওসার অপু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি ও কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর।

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, রোববার সকালে সোনাতলা পৌর মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মিনাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম, ডা: নুরুল আমীন সরকার, ছাত্রনেতা জরিফুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাকিলুর রহমান, আলবার আকন্দ, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রিমন আহমেদ বিকাশ, শামীম আক্তার রতন প্রমুখ।


আরো সংবাদ



premium cement