০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`

চৌদ্দগ্রামে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

চৌদ্দগ্রামে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন : নয়া দিগন্ত -

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদার যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে যাত্রাপুর-পারুয়ারা ২ কিলোমিটার ৩০০ মিটার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখা গেছে।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর থেকে শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা পর্যন্ত ২৩০০ মিটার সড়ক পূনর্বাসনে ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা চুক্তিতে টেন্ডার পায় মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ। সড়কের নির্মাণ কাজ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।
অভিযোগ উঠেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শুরু করলেও দীর্ঘ ৫ মাস কাজ বন্ধ রাখে। গত ৫ আগস্টের আগে এলাকাবাসী ঠিকাদার সুমনকে জানালেও তিনি ক্ষমতার দাপটে কোনো কিছুর তোয়াক্কা করেননি। সরকার পতনের পর ছাত্র-জনতা প্রতিবাদ করায় ঠিকাদার সুমন কাজ বন্ধ রেখে এলাকা ছেড়ে চলে যায়। সম্প্রতি তিনি কিছু নেতাকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই সড়ক নির্মাণ কাজ শুরু করলে বিক্ষুব্ধ এলাকাবাসী অনিয়মের প্রতিবাদ করে।

গত বুধবার পারুয়ারা গ্রামবাসী সড়কটি সঠিকভাবে নির্মাণের দাবিতে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন।
শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামের সবুজ আহমেদ ও রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাত্রাপুর-পারুয়ারা সড়কের পুরাতন কার্পেট না সরিয়েই নি¤œমানের সামগ্রী দিয়ে নতুন কার্পেটিং করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।’ একই গ্রামের ষাটোর্ধ্ব আবুল খায়ের মজুমদার ও সত্তরোর্ধ্ব জাবেদ আলী বলেন, বিল্ডিং ভাঙা পুরাতন ইট দেয়ায় সড়কটি টেকসই হবে না। আমরা গ্রামবাসী সড়কটি ভালোভাবে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’।
ঠিকাদার সুমন পাটোয়ারী বলেন, ‘কালভার্টের ভাঙা কিছু পুরোনো ইট ছিল। ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, পুরোনো ইটগুলো সরিয়ে নতুন ইট বা খোয়া দিয়ে সড়ক নির্মাণ করা হবে’।
সড়কের দায়িত্বে থাকা এলজিইডি’র চৌদ্দগ্রাম উপজেলা উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায় বলেন, ‘পুরাতন খোয়া সরিয়ে নতুন খোয়া দিয়ে সড়ক নির্মাণ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। গত বন্যায় যেসব স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে নতুন করে খোয়া ফেলে ভরাট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে’।


আরো সংবাদ



premium cement