০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`
রাজশাহীতে টিটিসি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি

-

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস এম এমদাদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নারী সহকর্মীকে অনৈতিক প্রস্তাব ও হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে অবিলম্বে তার বিরুদ্ধে আইনব্যবস্থা গ্রহণের দাবিতে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টিটিসির সাবেক শিক্ষার্থী আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন, অমিতাভ পাল ও আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেক শিক্ষার্থী। লিখিত বক্তব্যে বলা হয়, অধ্যক্ষ এসএম এমদাদুল হকের নানা অবৈধ, বিতর্কিত ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটিকে প্রশ্নের মুখে ফেলেছেন। প্রতারণা মামলার চার্জশীটভুক্ত আসামি এই অধ্যক্ষ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা তার অন্যায় কাজে সমর্থন করেন না, তাদের বিভিন্নভাবে নিগৃহীত ও হয়রানি করেন। বিভিন্ন সময়ে অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতিসহ সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সেসব বিষয়ে “রহস্যজনক” কারণে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এ সম্মেলনে শিক্ষার্থীরা সাংবাদিকদের সহযোগিতা চেয়ে অবিলম্বে অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অধ্যক্ষ এসএম এমদাদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আরো সংবাদ



premium cement