০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`
রাজশাহীতে টিটিসি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি

-

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস এম এমদাদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নারী সহকর্মীকে অনৈতিক প্রস্তাব ও হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে অবিলম্বে তার বিরুদ্ধে আইনব্যবস্থা গ্রহণের দাবিতে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টিটিসির সাবেক শিক্ষার্থী আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন, অমিতাভ পাল ও আব্দুল্লাহ আল নোমানসহ আরো অনেক শিক্ষার্থী। লিখিত বক্তব্যে বলা হয়, অধ্যক্ষ এসএম এমদাদুল হকের নানা অবৈধ, বিতর্কিত ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটিকে প্রশ্নের মুখে ফেলেছেন। প্রতারণা মামলার চার্জশীটভুক্ত আসামি এই অধ্যক্ষ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা তার অন্যায় কাজে সমর্থন করেন না, তাদের বিভিন্নভাবে নিগৃহীত ও হয়রানি করেন। বিভিন্ন সময়ে অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতিসহ সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সেসব বিষয়ে “রহস্যজনক” কারণে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এ সম্মেলনে শিক্ষার্থীরা সাংবাদিকদের সহযোগিতা চেয়ে অবিলম্বে অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অধ্যক্ষ এসএম এমদাদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আরো সংবাদ



premium cement
‘জয় বাংলা’ স্লোগান দেয়া সেই সিভিল সার্জন এবার বাধ্যতামূলক অবসরে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ১ জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

সকল