০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১,
`

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টারকে পিটিয়ে জখম

-

স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বড় মাস্টার খলিলুর রহমান। গতকাল শনিবার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে স্ত্রীর সামনে হামলার শিকার হন তিনি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্টেশন মাস্টার খলিলুর রহমান সস্ত্রীক আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে ভৈরব থেকে কিশোরগঞ্জ রওনা হন। ট্রেনের খ বগির ডাবল কেবিনে আগে থেকেই তুষি (২২) নামে এক নারী যাত্রী বসা ছিলেন। তিনি কিশোরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন পশ্চিম তারাপাশা এলাকার বাসিন্দা মৃত নিলু মিয়ার মেয়ে। স্টেশন মাস্টার সস্ত্রীক একই বগির কেবিনে গেলে ওই নারী যাত্রী তাদের বাধা দেন। স্টেশন মাস্টার হিসেবে পরিচয় দেয়ার পরও তাদের সাথে দুর্ব্যবহার করেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে পৌঁছলে স্টেশন মাস্টার দুটি টিকিট কেটে আবারো কেবিনে ঢোকেন। তখনও ওই নারী যাত্রী তুষি তাদের সাথে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তুষি মোবাইল ফোনে তার ভাইকে বিষয়টি জানান। ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে পৌঁছলে তুষির ভাই অন্তুসহ পাঁচজন মিলে স্টেশন মাস্টারকে পিটিয়ে গুরুতর জখম করেন মাস্টারকে। রেলওয়ে পুলিশ আসার আগেই তারা সটকে পড়েন।
ঘটনার পর ঘণ্টাখানেক রেলস্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। ফলে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলী ট্রেনটি কিশোরগঞ্জ থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লিটন মিয়া জানান, হামলাকারী পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement