০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`
এক বছরে ১৬৫টি সাপ উদ্ধার

খাদ্যের অভাবে বন ছেড়ে লোকালয়ে ঢুকছে অজগর

লোকালয়ে আসা অজগর : নয়া দিগন্ত -


চট্টগ্রামের মিরসরাইয়ে আবাস সঙ্কোচন ও খাবারের সঙ্কটে পাহাড় থেকে লোকালয়ে ঢুকে আটকা পড়ছে অজগরসহ নানা প্রজাতির সরীসৃপ প্রাণী। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত এক বছরে ১৫টিরও বেশি অজগর লোকালয়ে ঢুকে বেশিরভাগই আটকা পড়েছে পাহাড়ি কৃষি জমির ফসলের ক্ষেত সুরক্ষার জালে। চলতি বছরে শুধু উপজেলার করেরহাট ইউনিয়নে আটকা পড়েছে তিনটি অজগর।

সবশেষ গত ১৬ অক্টোবর ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা উপজেলার দুর্গপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় বসতবাড়ির আঙিনায় জালে আটকা পড়া ১২ ফিট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করে দেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ মহামায়া বনে অবমুক্ত করে। এর আগে গত ৯ সেপ্টেম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে ১৩ ফিট দৈর্ঘ্যের আরেকটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করে করেরহাট রেঞ্জের কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দেড় বছরে ১৬৫টি সাপ লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ ও রেসকিউ টিমের সদস্যরা।
বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি) মিরসরাই এর তথ্য মতে, গত এক বছরে মিরসরাইয়ে জীবিত উদ্ধারকৃত সাপের সংখ্যা ১৫০ এর অধিক যার মধ্যে অজগর ১৫টি। যার মধ্যে বিষধর সাপের মধ্যে রয়েছে; পদ্ম গোখরা, বড় কৃষ্ণ কালাচ, শঙ্খিনী, সবুজ বোড়া। আর বিষ নেই এমন সাপের মধ্যে অজগর, দাঁড়াশ, দুধরাজ, ঘরগিন্নি, লাউডগা, হেলে, বেত আঁচড়াসহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে।
মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে চলতি বছরের ১০ মাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দু’টি পৌরসভায় চার শতাধিক মানুষকে সাপে কেটেছে। এর মধ্যে সর্বশেষ মারা গেছে সপ্তম শ্রেণীতে পড়–য়া জোরারগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থী সীমান্ত নাথ।

মিরসরাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, গত এক বছরে খাদ্যের অভাবে মিরসরাইয়ে ১৫টি অজগর লোকালয়ে ঢুকেছে।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সিনিয়র রেসকিউয়ার ও সংগঠনের চট্টগ্রাম প্রতিনিধি নাইমুল ইসলাম নিলয় বলেন, জীববৈচিত্র্য রক্ষার জন্য স্নেক রেসকিউ এর কাজগুলো স্বেচ্ছাসেবী হিসাবে নিজ খরচে করি। যদি বনবিভাগ কিংবা সরকারিভাবে কোন সাহায্য পেতাম তাহলে কাজগুলো আরো ত্বরান্বিত হতো।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জাকিরুল ফরিদ বলেন, উদ্ধারকৃত অজগর ও অন্যান্য সাপগুলোর দেহে কোনো ধরনের ক্ষত ও বড় ধরনের ইনজুরি ছিল না। আঘাত না থাকায় চিকিৎসার প্রয়োজন হয়নি।


আরো সংবাদ



premium cement
জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত যুক্তরাষ্ট্রে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান ৪৭তম বিসিএসের কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন : আসিফ মাহমুদ পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২ শামীম ওসমানের ‘সহচর’ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন গ্রেফতার স্টেইন নাকি হ্যারিস : মার্কিন নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবে কু‌ড়িগ্রা‌মে আ’লীগ নেতা আউয়াল‌ গ্রেফতার গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে নিউ টাউন সোসাইটির মতবিনিময়

সকল