০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

জাতীয় যুব দিবসে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

-


দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্য সামনে গতকাল সারাদেশে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, ভাতা ও চারা বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর। যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সোহবার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে ও জেলা যুব উন্নয়ন উপপরিচালক শাহনুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমেদ আকুঞ্জী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সারমিনা সাত্তার। বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা ঈসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা মিয়া, মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, জামায়াতের মধুপুর পৌর আমির রেজওয়ান উল্লাহ খান প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আশরাফুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা মোমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মহুয়া আফরোজ। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাগর কুমার দাস, এনজিও ওয়েড এর নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সজল মোল্লা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, ওসি মো: সোলায়মান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া প্রমুখ।
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বুড়িচং ইউএনও সাহিদা আক্তার। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রাছেল সারোয়ার, ইউ আর সি মোস্তফা কামাল প্রমুখ ।

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম খোকনের অনুষ্ঠানে পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, সাংবাদিক মাসুম বাদশাহ প্রমুখ।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন ওসি ইউনুস মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাদুদুল হাসান ফরিদ, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মৎস্য কর্মকর্তা আবুল বাশার, সমবায় কর্মকর্তা আফসানা শাখী প্রমুখ।

চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, কৃষি কর্মকর্তা মুসাবব্বির হুসাইন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রকল্প কর্মকর্তা শামসুন্নাহার প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারিহা তানজিন। উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মাসুম প্রমুখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি ছিলেন ওসি মহিদুল ইসলাম।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমানা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তিলাত প্রমুখ।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইএনও ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও ইসলাম উদ্দিন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ওসি সাখাওয়াৎ হোসেন প্রমুখ।
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, ওসি তারিকুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আমাদের ছাত্রজীবনে ঢাবিতে বর্ণাঢ্য ছাত্ররাজনীতি ছিল : মির্জা ফখরুল সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে : রফিকুল ইসলাম চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা হাসিনা আমলে অনেক বিচারকই রাজনীতিবিদদের মতো কথা বলতেন : রিজভী ড. কামাল হোসেনের সাথে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ তেল আবিবের কাছে গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা : হিজবুল্লাহ সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার খোকন

সকল