০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

দেবীগঞ্জে এইচপিভি টিকা নেয়ার পর আতঙ্কে ১৪ জন অসুস্থ

-

পঞ্চগড়ের দেবীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নেয়ার পরে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে আটজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, বাকি ছয়জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলো- দেবীগঞ্জ উপজেলার কোর্ট ভাজনী লাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিম আকতার, সপ্তম শ্রেণীর সুজনী রানী ও সেতু আক্তার ষষ্ঠ শ্রেণীর আছিয়া আকতার ও মিতু আক্তার।
স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার তুলসী রানী রায় জানান, টিকা নেয়ার পরে আতঙ্কিত হয়ে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ছয়জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা বর্তমানে শঙ্কামুক্ত।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিনুর রহমান বলেন, যে ৬ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে তারা টিকা দেয়ার কারণে ভয়ে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তারা বর্তমানে সুস্থ আছে। দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী টিকা নেয়ার পরে জ্বরে আক্রান্ত হয়। সে ভয়েই বাকি ৮ জন শিক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেয়।


আরো সংবাদ



premium cement