২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাটুরিয়ায় বেহাল সড়কে ১৫ গ্রামের মানুষ ভোগান্তিতে

কার্পেটিং ওঠে যাওয়া সড়কের অবস্থা : নয়া দিগন্ত -

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া স্ট্যান্ড থেকে সাভার বাজার সিএনজি স্ট্যান্ড পর্যন্ত আধা কিলোমিটার পাকা সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে, ভোগান্তিতে পড়েছে ছোট পয়লা, পাতিলাপাড়া, সাভার, আগ সাভার, খলিশাডহরা, চারিকিত্তা, বরাইদ, পূর্ব ছনকা, কৌড়ি, শালুয়াকান্দি, হামজা, নাশুরপুর, জালশুকা, নতুন ভোঁয়াসহ প্রায় ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
সড়কটি দীর্ঘদিন থেকে কোনো সংস্কার না করায় বেশিরভাগ জায়গায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় আরো কয়েকগুণ।
পাতিলাপাড়া ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এছাক জানান, অটো কিংবা ভ্যানযোগে আধা কিলোমিটার সড়ক পার হতে সময় লেগে যায় ৭-৮ মিনিট। দীর্ঘদিন ধরে সড়কটি এমন অবস্থায় পড়ে থাকলেও মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। এতে যান চলাচলেই শুধু নয়, চালক ও যাত্রীদেরকেও ভোগান্তিতে পড়তে হয়। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাই।
পাতিলাপাড়া বহুমুখী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক দাউদ হোসেন বলেন, আমাদের কিন্ডাগার্টেনে যাতায়াতের একমাত্র সড়ক এটি। বিদ্যালয়ের সামনে এতোটাই খানাখন্দ যে ছোট শিশু শিক্ষার্থীদের নিদারুন কষ্ট করে বিদ্যালয়ে আসতে হয়। সাভার গ্রামে অটো চালক আনোয়ার হোসেন বলেন, সড়কের বেহাল দশার কারণে গাড়ি চালিয়ে শান্তি পাই না। সময় বেশি লাগে। আর প্রতি সপ্তাহে গাড়ি ঠিকঠাক করতে অতিরিক্ত টাকা খরচ হয়ে যায়।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী ইমরুল হাসান জানান, সড়কটি মেরামতের জন্য ২০২৪-২৫ অর্থবছরের আওতায় টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement