চৌগাছায় খেজুর গুড় তৈরি উদ্বোধন
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
যশোরের চৌগাছায় জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের মাঠে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের খুলনা অঞ্চলের পরিচালক হুসাইন শওকত।
উদ্বোধনী অনুষ্ঠানে খেজুর গাছ প্রস্তুত করে দেখান উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের কৃষক গত বছরের শ্রেষ্ঠ গাছির পুরস্কারপ্রাপ্ত আব্দুল আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, উপজেলার কমিশনার (ভূমি) তাসমিন জাহান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লালসহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষক।
প্রধান অতিথি বলেন, চৌগাছায় প্রায় এক লাখ খেজুর গাছ রয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও উজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রতি বছরই খেজুর গাছের চারা ও বীজ রোপণ করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা