৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`
বরিশাল বিশ্ববিদ্যালয়

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের পুনর্বাসনের চেষ্টা কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সাথে বৈঠক করছেন জান্নাতুল নওরীন : নয়া দিগন্ত -

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগ কর্মীদের ছাত্রদলে পুনর্বাসন এবং তাদের নিয়ে বৈঠক ও বিভিন্ন দলীয় কার্যক্রমের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীনের বিরুদ্ধে। গত ২৮ অক্টোবর থেকে ক্যাম্পাস এলাকায় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’ এর নেতাদের সাথে বৈঠক করতে দেখা যায় তাকে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গণিত বিভাগে ভর্তি হলেও ছাত্রলীগের হামলায় পড়াশোনা শেষ না করেই বিশ্ববিদ্যালয় ছাড়েন নওরিন। মাত্র তিন সেমিস্টার শেষ করে ড্রপআউট হয়ে ছাত্রত্ব না থেকেও ববি ছাত্রদলে পদ পেয়েছেন তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রক্তিম গ্রুপের অনুসারী ইমরান মাহমুদ, রায়হান, মুহিব ও শিহাব-মঞ্জু গ্রুপের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আজমাইন সাকিবসহ বেশ কয়েকজনের সাথে ফটোসেশন ও গোলটেবিল বৈঠক করেন ছাত্রদলের এই নেত্রী। যাদের বিরুদ্ধে হামলা, মারামারি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রদল নেতা বলেন, ক্যাম্পাসে তার কোনো অবস্থান নেই। তার ছাত্রত্ব নেই। তিনি তার দল ভারী করতে ছাত্রলীগ নেতাদের নিজের কাছে টানছেন। সরকার পতনের পর তিনি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে এসব নিষিদ্ধ সংগঠনের কর্মীদের আশ্রয় দিচ্ছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরনের বিরূপ ধারণা হচ্ছে।
এ বিষয়ে গত মঙ্গল ও বুধবার নওরিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোর্টে আছেন পরে যোগাযোগ করবেন বলে জানান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক হয়েও নওরিন যে কাজগুলো করছে অবশ্যই সেগুলো আমাদের জন্য লজ্জার বিষয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ বিষয়ে বলেন, এ বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে আসেনি। তবে জেনে জানাতে পারব।
উল্লেখ্য, ১১ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৮৫তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 


আরো সংবাদ



premium cement