৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

দোয়ারাবাজারে পরিষদে আসছেন না চেয়ারম্যানরা : ব্যাহত নাগরিক সেবা

-

শেখ হাসিনা সরকারের পতন ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগের পদবিধারী বেশ কিছু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদে আসছেন না। ফলে কাক্সিক্ষত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ।
দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের ৮টি ইউনিয়নে গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা নির্বাচিত হন। এদের মধ্যে ৫টি ইউনিয়নে (দোয়ারাবাজার, বোগলাবাজার, পান্ডারগাঁও, নরসিংপুর ও সুরমা) নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ৩টি (দোহালিয়া, বাংলাবাজার ও লক্ষ্মীপুর) ইউনিয়নেও নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী তিন নেতা। মান্নারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছত্রছায়ায় চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক এক বিএনপি নেতা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আতঙ্কে তারা চলে যান আত্মগোপনে।
এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত ৬ অক্টোবর (রোববার) বাংলাবাজার ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ আবুল হোসাইন, ২০ অক্টোবর (রোববার) নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন আহমদসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে অনেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার আতষ্কে পালাতক রয়েছেন।

 

 


আরো সংবাদ



premium cement