সোনাগাজীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ৪০
- ফেনী অফিস
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
ফেনীর সোনাগাজী পৌর শহরে বুধবার সন্ধ্যায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের কর্মী মেহেদী হাসান মিরাজ ও রায়হানের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এ ঘটনায় ছাত্রদল একাংশের নেতা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করে ছাত্রদল, যুবদল ও বিএনপির একাংশ মঙ্গলবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেন। রাতেই আহত মিরাজের মা খাদিজা বেগম বাদি হয়ে ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। ছাত্রদল নেতা পিয়াসের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর আলম সোহাগের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের কাস্মিরবাজার সড়কের সামনে গেলে অপর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলামের পক্ষের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা