চৌগাছায় ভাইয়ের হত্যা মামলার আসামিদের হাতে ছোটভাই খুন
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
যশোরের চৌগাছায় সিংহঝুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকাণ্ডের মামলার আসামিদের হাতে ২২ বছর পর তার ছোটভাই আনিসুর রহমান (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করা হয় তাকে। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আনিসুরের ফুপাতো ভাই আব্দুস সালাম আহত হয়েছেন।
নিহত আনিসুর রহমান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে। এবং ২২ বছর আগে হত্যাকাণ্ডের শিকার ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশার সেজো ভাই। হতাহতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হামলাকারীদের মধ্যে কয়েকজন চেয়ারম্যান আশা হত্যা মামলার আসামি এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেন চৌগাছা থানার পুলিশের উপপরিদর্শক মেহেদি হাসান। তিনি জানান, হামলার শিকার আনিসুর রহমান হাসপাতালে মারা গেছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান শুরু করেছেন। ইউপি চেয়ারম্যান আশা হত্যাকাণ্ডের দুই আসামি লেন্টু ও হাদির নাম এসেছে তার ভাই আনিসুর খুন হওয়ার ঘটনায়।
নিহত আনিসুরের ছোট ভাই আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আনিসুর রহমান ও তার ফুপাতো ভাই আব্দুস সালাম জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করতে যান। চা পান শেষে আনিসুর রহমান বাড়ির উদ্দেশ্যে দোকান থেকে বের হন। এ সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশা চেয়ারম্যান হত্যামামলার আসামি বিএনপি সমর্থক লেন্টু, হাদি, আমিন ও কোরবানের নেতৃত্বে ১০-১২ জন এই হামলা চালায়। তাকে রক্ষা করতে যান ফুপাতো ভাই আব্দুস সালাম। সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে।
চৌগাছা থানার পুলিশের উপপরিদর্শক মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয় সে জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় এখনো মামলা হয়নি, মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা