বশেমুরবিপ্রবির নবনিযুক্ত ভিসির যোগদান
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর গতকাল বুধবার ভিসি পদে যোগদান করেছেন। গতকাল বুধবার দুপুরে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি এস এম মানিকের নেতৃত্বে সংগঠনটির অন্যান্য সদস্য বই দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় ভিসির কাছে বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আশা করি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। আমরা ধীরে ধীরে সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে এবং সেই সাথে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক শিক্ষার্থীর মতো গড়ে তোলার চেষ্টা থাকবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা