নয়া দিগন্ত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
নয়া দিগন্তের ২০ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়া ও লালমনিরহাটে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত সরকারের আমলে নয়া দিগন্তের ১৬ বছরের ইতিহাস ছিল কষ্টকর ও বেদনাদায়ক। সরকারি যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত করা হয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতে বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু নয়া দিগন্ত তার নিজস্ব ভাবধারায় সত্যের সন্ধানে অবিচল থেকে পাঠকের হাতে সঠিক সময়ে পত্রিকা পৌঁছে দিতে বদ্ধপরিকর ছিল। আগামীতে নয়া দিগন্ত সত্যের পথে অবিচল থেকে নতুন বাংলাদেশকে বিশে^র দরবারে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, নয়া দিগন্তের ২০ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের থানাপাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. ইকবাল হোসাইন।
কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ রফিক উদ্দিন, শহর জামায়াতের আমির এনামুল হক, কুষ্টিয়া টিভি জার্নাালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অটো হ্যাসকিন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের রিজিওন হেড সাব্বির রেজা। আলোচনায় অংশ নেন সমকাল ও ডিবিসি নিউজ প্রতিনিধি সাজ্জাদ রানা, নয়া দিগন্ত ভেড়ামারা প্রতিনিধি মাসুদ করিম, ছাত্রশিবির কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসেন, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি আ ফ ম নুরুল কাদের।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. আরজুমান্দ নাছিমা সুলতানা, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের জোনাল হেড বাবুল আক্তার, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শাওন, মেধা কুষ্টিয়ার সদস্যসচিব শামীম আহমেদ, বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান, প্রতীতি বিদ্যালয়ের প্রিন্সিপাল নজরুল, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন মানিক, যমুনা টিভি প্রতিনিধি রুহুল আমীন বাবু, নয়া দিগন্তের মিরপুর প্রতিনিধি আসাদুর রহমান বাবু, কুমারখালী প্রতিনিধি সোহাগ মাহমুদ, ইসলামী ব্যাংক পোড়াদহ শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার, আল আরাফাহ ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন, পোড়াদহ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান।
লালমনিরহাট প্রতিনিধি জানান, নয়া দিগন্তের দুই দশক পূর্তি উপলক্ষে বুধবার জেলা শহরের এলজিইডি মিলনাতয়নে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুর সভাপতিত্বে ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুলের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিল্পপতি লালমনিরহাট-১ আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফজলুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহ আলম এবং নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, জিটিভির লালমনিরহাট প্রতিনিধি আলতাবুর রহমান, দৈনিক সংগ্রামের লালমনিরহাট প্রতিনিধি লাবলু শেখ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, আধুনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি হাসান আব্দুল মালেক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা