রংপুর মেডিক্যালের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কক্ষে তালা
- রংপুর ব্যুরো
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরোধিতা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদে নেতৃত্ব দেয়া এবং নিষিদ্ধ ছাত্রলীগের পৃষ্ঠপোষকের অভিযোগে রংপুর মেডিক্যাল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা: মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে চিকিৎসক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা। এর আগে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে রংপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক মাহমুদুল হক সরকার ও শরিফুল মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পরে সমাবেশ হয়।
এ ছাড়াও শহীদ আবু সাঈদের ফরেন্সিক রিপোর্ট আওয়ামী পুলিশ প্রশাসনের প্রেসক্রিপশন মত দেয়ার জন্যে প্রতিবেদন প্রস্তুতকারী ডাক্তারকে চাপ দিয়েছিলেন তিনি ও সেই সময়ের অধ্যক্ষ। এ ছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত অধ্যক্ষ ডা: মাহফুজুর রহমান বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক প্রতিবেদন দেয়ার জন্য চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলেন তিনি এবং সে অনুযায়ী চিকিৎসক সঠিক তদন্ত প্রতিবেদন দিয়েছেন। যেখানে গুলিতে নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন না বলেও দাবি করেছেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে সম্পৃক্ততার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই চিকিৎসক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা