স্কুলে ঢুকে ছাত্রীকে অপহরণের চেষ্টা, ২ শিক্ষক ছুরিকাহত
- গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
- ৩০ অক্টোবর ২০২৪, ০১:৪৫
ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে এক বখাটে। এ সময় ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে আহত হন বিদ্যালয়ের ফার্ম মেশিনারি বিভাগের শিক্ষক সাকিব আল হাসান ও ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক আল আমিন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী জানান, ক্লাস শেষে কলেজের গেট দিয়ে বাসার উদ্দেশে বের হওয়ার সময় একজন তার মোবাইল নম্বর চায়। তাকে মোবাইল নম্বর না দেয়ায় এবং ভয়ে আমি ফের দৌঁড়ে কলেজে চলে আসি। ওই ছেলেটাও তখন আমার পিছু নেয়। এ সময় আমাকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে এলে ছেলেটির সাথে থাকা ছুরি দিয়ে আমার দুই শিক্ষককে আঘাত করে।
শিক্ষক মো: সাকিব আল হাসান জানান, শিক্ষার্থীদের হইচই দেখে এগিয়ে যাই। তখন এক ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছিল এক বখাটে। তাকে বাধা দেয়ায় তার কোমড়ের পেছনে রাখা ছুরি নিয়ে আমার পায়ে আঘাত করে ছেলেটি। তখন সহকর্মী আল আমিন তাকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে এবং ছেলেটি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৌরীপুর থানার পুলিশ।
গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা ক্যাম্প ইনচার্জ বরাবরে চিঠি পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা