হবিগঞ্জে মা মেয়েকে গলা কেটে হত্যা : ৩ আসামির মৃত্যুদণ্ড
- হবিগঞ্জ প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ০১:৪৪
হবিগঞ্জের বাহুবলে মা মেয়েকে গলা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদাল-২ এর বিচারক ইয়াসির আরাফাত গতকাল মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমির হোসেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার হজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান এবং একই উপজেলার নোয়াওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া। তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০২১ সালের ১৮ মার্চ রাতে আসামিরা বাহুবলের দিগম্বর বাজার এলাকার সনজিত চন্দ্র দাসের ভাড়া বাসায় চুরির উদ্দেশে প্রবেশ করে। সনজিত দাসের স্ত্রী অঞ্জলী মালাকার আসামিদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করে আসামিরা। এ সময় অঞ্জলী মালাকারের আট বছরের মেয়ে পূজা রানী দাস চিৎকার করলে আসামিরা তাকেও গলা কেটে হত্যা করে। এ সময় আসামিরা বসত ঘর থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার দিন অঞ্জলী মালাকারের স্বামী সনজিত দাস ব্যবসার কাজে সুনামগঞ্জ জেলায় অবস্থান করছিলেন।
মামলার পর মোবাইল ট্র্যাকিং ও আনুষঙ্গিক আলামত দেখে আসামিদের গ্রেফতার করে পুলিশ। আসামি আমির হোসেন ১৬৪ ধারায় জবানবন্দিতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা উঠে আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা