লগি-বৈঠা নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে করতে হবে : রফিকুল ইসলাম খান
- গাজীপুর প্রতিনিধি
- ৩০ অক্টোবর ২০২৪, ০১:৪৪
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেছেন, ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শেখ হাসিনাসহ বিদেশ যারা পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে এনে ট্রাইবুনালের মাধ্যমে বিচারকার্য শুরু করতে হবে। তিনি বলেন, ভারতের সাথে সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে ৫৭ জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসি দেয়া হয়। গত সোমবার গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরের চৌরাস্তা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে লগি-বৈঠার নৃশংসতায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, নায়েবে আমীর খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হোসেন আলী প্রমুখ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন, ২৮ অক্টোবরে শহীদ শাকিল পারজের বাবা বেলায়েত হোসেন। পরে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা