২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

ফরিদপুরে ৩০ লাখ টাকা নিয়ে উধাও ছাত্রী হোস্টেলের পরিচালিকা

-

ফরিদপুর শহরের একটি ছাত্রী হোস্টেলের বোর্ডারসহ বিভিন্নজনের নিকট থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন ওই হোস্টেলের পরিচালিকা। শহরের ঝিলটুলী মহল্লার ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালের সামনে অবস্থিত আফসানা ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে।
ওই মেসের পরিচালিকা আফসানা মীম হোস্টেল ছাত্রী ও বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নেয়া প্রায় ৩০ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, প্রায় চার বছর আগে ঝিলটুলীর সুফিয়া বেগমের মালিকানাধীন ১১ তলাবিশিষ্ট রহমত টাওয়ারের ছয়টি ফ্ল্যাট ভাড়া নিয়ে আফসানা ছাত্রী হোস্টেল নামে ওই মেসটি চালু করেন মধুখালি উপজেলার আড়পাড়া গ্রামের মামুন মোল্লার মেয়ে আফসানা মীম। ৬টি ফ্লাটের বিভিন্ন কক্ষে প্রায় ১২০ জন ছাত্রী বোর্ডার ছিল সেই হোস্টেলে। একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী ইমামুজ্জামান মিয়া ওরফে সাব্বিরকে নিয়ে সপরিবারে থাকতেন তিনি। জানা যায়, ১৫ দিন আগে শহরের একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন মীম।
হোস্টেলের বোর্ডাররা জানান, বুধবার ভোরে একটি হলুদ পিকআপ ও দুটি ভ্যান যোগে তার পরিবারের সব মালামাল নিয়ে উধাও হয়ে যান মীম। তার আগে মঙ্গলবার রাতে মীম ওই হোস্টেলের সকল ছাত্রীদের কারো নিকট থেকে এক হাজার, আবার কারো নিকট থেকে দুই হাজার টাকা করে প্রায় ৫০ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর ভোরের দিকে লাপাত্তা হয়ে যায় বলে জানান হোস্টেলের ছাত্রীরা।
ছাত্রী হোস্টে বিল্ডিং মালিক সুফিয়া বেগমের ছেলে রফিক বলেন, গত বৃহস্পতিবার তার বাড়ির ভাড়া দেয়ার কথা ছিলো। তার আগের দিন বুধবার ভোরে তিনি কাউকে কিছু না বলে পিকআপে মালামাল নিয়ে উধাও হয়ে যান। দুপুরের দিকে আমি বিষয়টি জানতে পারি। রফিক আরো জানান, ৬টি ফ্লাটের প্রতিটির ভাড়া ২০ হাজার টাকা করে। দুই মাসের ভাড়া বকেয়া রয়েছে। বিদ্যুৎ বিলও বকেয়া রেখেছে প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো। রফিক বলেন, হোস্টেলের ছাত্রীদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারা এখানে নিরাপদেই আছেন। তাদের সময় দেয়া হয়েছে।
এ ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই হোস্টেলের সামনে বিকাশের দোকানি নিশাদ পাল। তিনি বলেন, আমার দোকানের বিকাশ নম্বর থেকে মীম টাকা লেনদেন করতেন। গত ২১ অক্টোবর মীম বিকাশের মাধ্যমে ৪০ হাজার এবং ২২ তারিখে নগদ ৩০ হাজার টাকা নেন। গতকাল তার টাকা দেয়ার কথা ছিলো।
পাশের আরেক বিকাশ ও লোড ব্যবসায়ী কাজী রাজু বলেন, ২২ অক্টোবর সকালে আমার কাছ থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা ঋণ নিয়ে রাতেই ফেরত দিবেন বলে জানিয়েছিলেন মীম। সকালে শুনতে পাই তিনি চম্পট দিয়েছেন। আমিও পুলিশের শরণাপন্ন হবো।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো: আসাদউজ্জামান বলেন, আফসানা ছাত্রী হোস্টেলের পরিচালিকা আফসানা মীমের উধাও হওয়ার ঘটনায় ওই বিল্ডিংয়ের মালিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মীম তাদের ২ মাসের ভাড়া না দিয়ে চলে গেছেন। এ বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement
ছাত্র-জনতার বিজয় হবে ইতিহাসের রোমান্টিক রেভলিউশন : মঈন খান নাইক্ষ্যংছড়ির সীমান্ত থেকে আবারো ভেসে আসছে গোলাগুলির শব্দ সাবেক এমপি মমতাজ-টুলুসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে জামায়াত : ডা. শফিকুর রহমান ইসরাইলি হামলার পর ইরানে বিমান চলাচল স্বাভাবিক সারজিসের আগমনের প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টি বিক্ষোভ পানিতে ভাসছিলো ডাক পিয়নের লাশ বক্সার মোহাম্মাদ আলীর সাবেক স্ত্রী কাবুলে, প্রতিষ্ঠা করবেন ক্রীড়া সংস্থা নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজিচালকসহ নিহত ৬ প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ পীরগাছায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

সকল