৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পটোল চাষে সাফল্য পোরশার আফাজ উদ্দিনের

পটোল চাষে সাফল্য পোরশার আফাজ উদ্দিনের -


পটোল চাষে সাফল্য অর্জন করেছেন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর খোর্দ্দগানইর গ্রামের মৃত ইদ্রিস আলী মণ্ডলের ছেলে আফাজ উদ্দিন। ইতোমধ্যে তিনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করে সফল চাষি হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন।
সরেজমিন গিয়ে আফাজ উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, সারা বছরই তিনি কোনো না কোনো ফসলের চাষ করেন। এর মধ্যে পটোল তার আয়ের প্রধান উৎস। তিনি ভূমিহীন হওয়ায় স্থানীয় এক ব্যক্তির ৪৫ শতাংশ জমি লিজ নিয়ে এসব ফসল ফলান। তিনি ওই জমিতে সাত মাস আগে পটোলের চারা রোপণ করেন এবং কার্তিক মাস পর্যন্ত সেখান থেকে তিন-চার লাখ টাকার পটোল বিক্রি করেন। এতে তার সংসার ভালোভাবেই চলে। ওই পটোল চাষে খরচ হয়েছে ৩০-৪০ হাজার টাকা।

এ ছাড়াও তিনি তার লাগানো সবজি প্রতিবেশীদেরও দেন। তিনি আরো জানান, পটোলের সময় শেষ হলে ওই জমিতে তিনি পেঁয়াজ চাষসহ পেঁয়াজের ফুল চাষ করেন। এতে তার পাঁচ-ছয় লাখ টাকা আয় হয়।
তার সবজি চাষে সাফল্যের পেছনে উপজেলা কৃষি অফিসের কোনো সহযোগিতা আছে কি না জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন সময় তার ফসলগুলোতে ছত্রাকের আক্রমণ ও পচনের কারণে ফসল নষ্ট হয়। কিন্তু নিজেই কীটনাষকের ব্যবস্থা করে প্রয়োগ করে ফষল বাঁচাতে হয়। অনেক সময় মোবাইল ফোনে ডেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাওয়া যায় না বলে অভিযোগ করেন। আবার কখনো তারা আসেন বলেও তিনি জানান। তবে সবজি চাষে কৃষি বিভাগের লোকজন তাকে সহযোগিতা করলে তিনি আরো ভালোভাবে চাষাবাদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement
শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের আশা বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যাটিং ধস : এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার শ্রীলঙ্কার যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসী : জামায়াত আমির ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি রাজশাহীতে এক লাখ লোককে টিসিবির কার্ড দেয়ার প্রক্রিয়া চলছে : বাণিজ্য উপদেষ্টা ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব কতটুকু ব্রিটেনে টিউলিপকে মন্ত্রীপরিষদ থেকে অপসারণের আহ্বান নির্বাচন প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনতে হবে : তারেক রহমান ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৮ টেস্টে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল এমসিজি দোহারে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেফতার

সকল