২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোয়ারাবাজারে কালভার্ট ভেঙে গর্ত, দুর্ঘটনার শঙ্কা

-

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর এলাকায় কালভার্টের স্ল্যাব ভেঙে বিপদজনক কয়েকটি গর্ত সৃষ্টি হলে দুর্ভোগে পড়েছে স্কুল-মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের গুজাউড়া-বরকতনগর এলাকার মানুষজনের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম রাস্তা গুজাউড়া, বরকতনগর-মহব্বতপুর সড়ক। কাঁচা এ সড়কটির বরকতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘ কয়েকবছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে নির্মিত কালভার্টের মধ্যভাগের ঢালাই প্রায় এক বছর আগে ভেঙে রড বের হয়ে আছে। জরাজীর্ণ এ কালভার্ট দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। এ ছাড়াও জনগুরুত্বপূর্ণ তিন কিলোমিটারের এ সড়কটি পাকাকরণ না হওয়ায় অল্প বৃষ্টিতে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়াসহ চলাচলে সীমাহীন ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। তবুও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার স্কুল-মাদরাসার শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন প্রতিনিয়ত চলাচল করছে। কালভার্টটি মেরামত না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই কাচা সড়কটি পাকাকরণসহ কালভার্ট মেরামতে উপজেলা এলজিইডির সুদৃষ্টি প্রার্থণা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমদ জানান, গুজাউড়া,বরকতনগর-মহব্বতপুর রাস্তার তিন কিলোমিটার কাঁচা রাস্তা অল্প বৃষ্টি হলেই হাঁটু সমান কাদায় পরিণত হয়। একদিকে কাদাযুক্ত সড়ক, অন্যদিকে ভাঙা কালভার্টে বর্ষাকালের জন্য মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও কৃষকরা।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল হামিদ জানান, বরকতনগর এলাকার কাঁচা সড়কটি পাকাকরণসহ ভেঙে যাওয়া কালভার্ট সংস্কারে প্রস্তাবনা পাঠানো হয়েছে। শীগ্রই এর ব্যবস্থা হবে বলে তিনি আস্বস্ত করেন।


আরো সংবাদ



premium cement