১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

গৌরীপুরে সরকারি জমিতে আ’লীগ কার্যালয়সহ ১৫৭টি স্থাপনা

অবৈধ দখলদারের তালিকায় রয়েছে আবদুল লতিফের টিনের চৌচালা, আপেল মামুদের হাফবিল্ডিং ঘর, মোহাম্মদ আলীর ঘরসহ আওয়ামী লীগের অফিস
-


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার বাজারে অবৈধভাবে বাণিজ্যিক ভবন, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়, মনোহারী দোকান, কাপড়, চাল ও মিষ্টির দোকানসহ গড়ে উঠেছে ১৫৭টি অবৈধ স্থাপনা। ফলে দৈনন্দিন ও সাপ্তাহিক হাটবাজারে কৃষিপণ্য বিপণনের ঠাঁই মিলছে না কৃষকের।
সহনাটী ইউনিয়নের পাছার গ্রামের আবদুস সোবাহানের ছেলে রুহুল আমিন বলেন, অবৈধভাবে এলোপাতাড়ি দোকানঘর নির্মাণে বাজারের ভিতরে কোনো গলিপথ না রাখায় যানবাহন যেতে পারছে না। বাজারের ১৫৭টি দোকানদারের কাছে অবৈধ দখলে রয়েছে প্রায় ৫০ কোটি টাকার জমি। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদের কাছে অভিযোগ করেছেন তিনি।

ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক ২০১৯ সালে দেয়া বাজারের একাংশে অবৈধ দখলদারের তালিকায় রয়েছেন সোনাকান্দি গ্রামের আবদুল লতিফের টিনের চৌচালা, হাফবিল্ডিং ঘর রয়েছে রাইশিমুল গ্রামের আপেল মামুদের, দৌলতাবাদের মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ অফিস ও মুক্তিযোদ্ধা অফিস। এছাড়া বাজারের ভিতরে ও রাস্তার পাশে রয়েছে ১০৭টি অবৈধ দোকানপাট।
এ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসের সামনে গাড়ি থেকে মাছ নামানো হচ্ছে। বাজারের রাস্তায় দোকানপাট থাকায় গাড়িটি বাজারের ভিতরে প্রবেশ করতে পারছে না। সহনাটী ইউনিয়ন পরিষদের সড়কের ওপরে কৃষকরা নিত্যপণ্যের পসরা বসিয়েছেন। মূল বাজারে অসংখ্য দোকানপাট থাকায় কৃষক পণ্য নিয়ে নির্ধারিত স্থানে বসতে পারছে না।

সহনাটীর পাট শাক বিক্রেতা কৃষক আরশেদ আলী বলেন, সবাই তো দোকান খুলে বসেছেন, আমাদের ঠাঁই নেই। তাই রাস্তায় বসতে হচ্ছে। কচু বিক্রেতা আবদুল জলিল এবং লাউশাক বিক্রেতা জয়নাল আবেদিন জানান, কৃষকের পণ্যের বাজার এখন মালিকানা হয়ে গেছে। সহনাটীর হারুন অর রশিদ জানান, যে যার ইচ্ছে মতো দোকান নির্মাণ করছে। ভূমি অফিসের সামনে এ বিভাগের তৎকালীন কর্মকর্তাদের খুশি করেই দোকানঘর তোলা হয়েছে। তাই তারা কাউকে বাধা দেয়নি।
বাজারে এলোপাতাড়িভাবে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করে সহনাটী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ কবির জানান, পাছার বাজারটি ১ একর ৮১ শতাংশ ভূমিতে অবস্থিত। ইতোপূর্বে দখলদারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরো জানান, রুহুল আমিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় যে তথ্য জানতে চেয়েছিলেন, সে বিষয়েও প্রতিবেদন দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
অর্থ পাচারে জড়িত আ’লীগের ৭০ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না: তথ্য উপদেষ্টা লেবাননে জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলা : বিশ্বজুড়ে নিন্দা কালেমাখচিত কালো পতাকা মিছিলের নেপথ্যে কারা বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না : ডা: শফিকুর রহমান ১০০ টাকার নিচে নেই কোনো সবজি, নিম্নমুখী ডিমের দাম গুলিতে নেসারের বাহুর হাড় টুকরা টুকরা হয়ে গেছে লুটপাটই সাধনের সাধনা বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে : রিজভী নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন মিয়ানমার নৌবাহিনীর হাতে বাংলাদেশী জেলে হত্যার প্রতিবাদ ঢাকার

সকল