০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

-

বন্ধ থাকা পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ও সর্বস্তরের জনগণের আয়োজনে পঞ্চগড় পৌরসভার মিলগেট বাজারে মহাসড়কের দুইপাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারী, আখচাষি, মিলগেট বাজারের ব্যবসায়ী, পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা, রাষ্ট্র সংস্কার আন্দোলন পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীসহ দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলেট, সাবেক শ্রমিক নেতা নায়েবুল ইসলাম, ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক আরিফ উজ জামান, চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

 

 


আরো সংবাদ



premium cement