০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`
বিশ্ব শিক্ষা দিবস

শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার

বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে শনিবার পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি : নয়া দিগন্ত -

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে গতকাল শনিবার সারা দেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননার আয়োজন করা হয়। এসব কর্মসূচি থেকে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা জানান, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার তিন গুণী শিক্ষককে সম্মাননা দেয়া হয়; যথাক্রমে অসতি ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম, আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সেলিমুল হক।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির। এতে চৌহালীর ইউএনও (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, প্রধান শিক্ষক জুয়েল সরকার, সুপার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।
কশবপুর (যশোর)সংবাদদাতা জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভপতি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মনজুরুল ইসলাম প্রমুখ।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। উপস্থিত ছিলেন ওসি ইউনুস মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, প্রধান শিক্ষক মো: অলিউল্লাহ, মাদরাসা সুপার মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জনাব আলী, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন শাখার পক্ষ থেকে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। বোরহান উদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমদ উল্যাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মো: ছাইফুল্লাহ, অধ্যক্ষ নূরনবী, অধ্যক্ষ আল আমিন. অধ্যক্ষ ফয়জুল আলম প্রমুখ।
সোনারগঁাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শাহজালাল প্রমুখ।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আবু রুশত মতিন, প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক সাকুরা খাতুন প্রমুখ।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল করিম, অধ্যক্ষ রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কামরুল হাসান, অধ্যক্ষ আব্দুল হাই বারী, প্রধান শিক্ষক আলী আজগর, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, মাদরাসার সুপার আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, অধ্যক্ষ নাজমুল ইসলাম, কালীগঞ্জ প্রভাষক গোলাম রসুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারমিন সুলতানা প্রমুখ।
পোরশ (নওগাঁ) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কনক রায়, মাদরাসা সুপার আব্দুল করিম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement