০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

নাঙ্গলকোটে টানা ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

-

কুমিল্লার নাঙ্গলকোটে ভারী বৃষ্টিপাতে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিম্নাঞ্চলের কিছু বাড়িঘর এবং গ্রামীণ রাস্তাঘাটে পানি উঠায় সাধারণকে দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। এতে খেটেখাওয়া মানুষ কাজ করতে না পেরে খুব কষ্টে জীবনযাপন করছেন।
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে জমিনে লাগানো শাকসবজি। হাটবাজারগুলোতে বৃষ্টির পানি জমে ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচলে কষ্ট ভোগ করতে হচ্ছে।
অটোরিকশাচালক দাউদ হোসেন বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম বিধায় বাজার করতে পারছি না। নাঙ্গলকোট পৌরবাজার ব্যবসায়ী সোলাইমান বলেন, বৃষ্টিপাতের কারণে মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন না তাই বেচাবিক্রি অনেক কমে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, টানা বৃষ্টিপাতের কারণে জনসাধারণকে কিছুটা দুর্ভোগ পোড়াতে হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement