৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ছদ্মবেশে আবাসিক হলের গণরুমে পবিপ্রবি ভিসি

-

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ছদ্মবেশে আবাসিক হলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেয়ার পাশাপাশি চিহ্নিত সমস্যা সমধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল উপাদান। বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের মতামত সবার আগে জানতে হবে। তাই আমি শিক্ষার্থীদের কথাগুলো শুনতে শিক্ষার্থীদের কাছেই এসেছি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা আমার কাছে বলবে আমি তা বাস্তবায়নের কার্যকর ভূমিকায় কাজ করে যাবো।
এ ছাড়াও সমস্যা নিরসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পবিপ্রবির কোনো ভিসিকে আবাসিক হলের গণরুমে শিক্ষার্থীদের সাথে গল্প করতে দেখা যায়। এ সময় ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদেরকে বলেন, যেকোনো সমস্যায় শিক্ষার্থীরা যেন সরাসরি তাকেই ফোন দেয়।

 


আরো সংবাদ



premium cement