৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বরিশালে বাকশিসের ত্রিবার্ষিক সম্মেলন

-

বরিশাল বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) একাংশের বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে গত শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাকশিস বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, বাশিসের মহাসচিব জাকির হোসেন, বাকশিস বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেমে পড়ালেখা করাচ্ছে শিক্ষকরা। তারপরও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিস্তর বৈষম্য করা হচ্ছে। সরকারি শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই ১ হাজার টাকা। বাংলাদেশের কোথায় বাড়িভাড়া ১ হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই। সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পেলেও আমাদেরকে দেয়া হয় ৫০০ টাকা। উৎসব ভাতা, বাড়িভাড়াসহ প্রতিটি জায়গায় বৈষম্য আছে। তাই অবিলম্বে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে; নয়তো কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় করব।

 


আরো সংবাদ



premium cement