৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লংগদুতে অসচ্ছল ব্যক্তিদের সেনাবাহিনীর সহায়তা

-


পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ের সাধারণ পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের আওতাধীন জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন তারা।
গতকাল রোববার লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া প্রান্তিক পর্যায়ের অর্ধশত পাহাড়ি-বাঙালি অসহায় পরিবারের মধ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের মূল ধারায় নগদ অর্থ, সেলাই মেশিনসহ, স্বাবলম্বী হওয়ার উপকরণ সহযোগিতা প্রদান করেন।
সহযোগিতা পেয়ে সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ। এ সময় উপস্থিত ছিলেন- লংগদু জোনের উপ-অধিনায়ক আহমদ ফারশাদ কবিরসহ অন্য অফিসাররা।

 


আরো সংবাদ



premium cement