৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বরিশালে ড্যাবের বিক্ষোভ মিছিল

-

চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বরিশালে বিক্ষোভ হয়েছে। গতকাল রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সামনে এই বিক্ষোভ হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়েছে।
এর আগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর রাতে শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বরত এক নারী চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে রোগীর স্বজনদের বিরুদ্ধে। বিক্ষোভ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসকরা। এ সময় চিকিৎসকদের সুরক্ষায় চার দফা দাবি পেশ করেন বিক্ষুব্ধরা।
এ সময় বক্তৃতা দেন, ড্যাব-এর বরিশাল জেলা সভাপতি ডা: মো: কবিরুজ্জামান, শেবাচিম শাখার সভাপতি ডা: নজরুল ইসলাম সেলিম, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আবদুল মুনায়েম সাদ, ডা: রেজাউর রহমান রেজা, শেবাচিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা: ফয়সাল আহমেদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement