২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবি

-

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি হারানো পিরোজপুর জেলার বিডিআর সদস্যরা। গত বৃহস্পতিবার মানববন্ধন শেষে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তারা স্মারকলিপি দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে নিরপরাধ সেনা অফিসারদের হত্যা করেছে। বিডিআরকে ধ্বংস করাই ছিল এ হত্যাকাণ্ডের একমাত্র লক্ষ্য। পিলখানার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকরিচ্যুত নিরীহ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।


আরো সংবাদ



premium cement