২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পিরোজপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

-

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে সবধরনের রাজনীতি ও ধূমপানসহ মাদক নিষিদ্ধ করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গত শুক্রবার বিশ^বিদ্যালয়ের ভিসি ড. কাজী সাইফুদ্দিন জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের এ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় বিশ^বিদ্যালয়ের চারটি বিভাগের পাঠ্যসূচিও অনুমোদন করা হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র রাজনীতিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও সবধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। ভিসি জানান, রাজনীতি ছাড়াও বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ধূমপানসহ সবধরনের মাদক বহন, সংরক্ষণ ও এর ব্যবহার নিষিদ্ধে সিন্ডিকেট সভা একমত হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।


আরো সংবাদ



premium cement