২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ফেনীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে চলে নৈরাজ্য

-

এ এস এম ফসিউল আলম। গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। চট্টগ্রামের লতিফপুর আলহাজ আবদুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থাকা ফসিউল চলতি বছর ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় অংশ নেয়া ১১ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। ওই পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করেছিলেন বালিগাঁও উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। বিষয়টি নিয়ে তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে ম্যানেজিং কমিটি পাঁচজনের তালিকা উত্থাপন করেন। গিয়াস উদ্দিন বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় তাকেই নিয়োগের সিদ্ধান্ত দেন নিজাম হাজারী।
এ চিত্র শুধু ফেনী সেন্ট্রাল হাইস্কুলেই নয়, জেলা সদরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের। আওয়ামী লীগের ১৫ বছরের অধিক শাসনামলে শিক্ষক নিয়োগে জেলাজুড়ে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন রহিম উল্যাহ চৌধুরী। তিনি ফেনী মডেল উচ্চবিদ্যালয়, সোনাপুর উচ্চবিদ্যালয় ও কালিদহ এসসি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আবেদন করেন। কালিদহে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করলেও তাকে নিয়োগ দেয়া হয়নি। তার পরিবর্তে নিয়োগ পান রুহুল আমিন। সোনাপুরে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না দেয়ায় উত্তম কুমার দাস প্রধান শিক্ষক হন।
সূত্র জানায়, আওয়ামী আমলে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের হাত দিয়েই এ নিয়োগ-বাণিজ্য হতো। কোনো ধরনের নিয়মনীতি না থাকলেও পাঁচজনের তালিকা করা হতো। ওই তালিকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর কাছে নেয়া হলে তিনি মাস্টারপাড়ার লমি হাজারী বাড়ির পুকুর ঘাট থেকে আওয়ামী লীগের পদবিধারী কিংবা সমর্থিতদের নিয়োগ দিতেন।
অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছিয়া এ জেড খান স্মৃতি উচ্চবিদ্যালয়ে ফকির আহম্মেদ ফয়েজ, শহীদ মেজর সালাহউদ্দিন বীর উত্তম উচ্চবিদ্যালয়ে শামীম আক্তার, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে জুলফিকার আলী, লেমুয়া উচ্চবিদ্যালয়ে মো: সাহেদ আলী, পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয়সিংহ উচ্চবিদ্যালয়ে স্বপন কুমার দাস, সরিষাদি উচ্চবিদ্যালয়ে জাফর আহম্মদ, সারিষাদি বালিকা উচ্চবিদ্যালয়ে আনোয়ার হোসেন, এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ কে এম শেফায়েত উল্যাহ, মধুয়াই উচ্চবিদ্যালয়ে মো: শাহাজাহান, জায়লস্কর উচ্চবিদ্যালয়ে বেলাল হোসেন মিয়াজী আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে মোটা অঙ্কের টাকার দিয়ে প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন।
একইভাবে সহকারী প্রধান শিক্ষক পদে সরিষাদি বালিকা উচ্চবিদ্যালয়ে মৃণাল কান্তি দেবনাথ, বালিগাঁও উচ্চবিদ্যালয়ে আনোয়ার হোসেন, সোনাপুর উচ্চ বিদ্যালয়ে রাখাল চন্দ্র দাস, লেমুয়া উচ্চবিদ্যালয়ে অরুণ চন্দ্র পাল নিয়োগ পান।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নিজাম হাজারী পালিয়ে যাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ইতোমধ্যে ছাত্রদের আন্দোলনের মুখে শামীম আক্তার শহীদ মেজর সালাহউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করেছেন। পাঁচগাছিয়া এ জেড খান স্মৃতি উচ্চবিদ্যালয়ে যাচ্ছেন না প্রধান শিক্ষক ফকির আহম্মদ ফয়েজ। জায়লস্কর উচ্চবিদ্যালয়েও যাচ্ছেন না বেলাল মিয়াজী ।
মঙ্গলকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্যাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা না থাকলে সদর উপজেলার কোনো প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়নি।
জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্যাহ বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে দলীয় পরিচয়ে নিয়োগ কিংবা অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস তদন্ত করে ব্যবস্থা নেবে।


আরো সংবাদ



premium cement
হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা বৈরুতে ইসরাইলি হামলার পর ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসঙ্ঘ ইসরাইল-হিজবুল্লাহর পাল্টা-পাল্টি হামলা, পূর্ণ মাত্রার যুদ্ধের শঙ্কা নানা বিপর্যয় পেরিয়ে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত চাকরির বয়সসীমা বাড়ানোর পক্ষে-বিপক্ষে যত যুক্তি কিয়েভ বেলারুশের বিরুদ্ধে গেলে ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী অনুপ্রবেশের হার কমেছে, বলছে হোয়াইট হাউস চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় বাংলাদেশ রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথ অবরোধ, অন্যদিকে পরিবহণ ধর্মঘট

সকল