নিহত রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৫
গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গত বৃহস্পতিবার কোটালীপাড়ার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া রথিন বিশ্বাসের বাড়িতে যান। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, শুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ অন্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক রথিন বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে কিছু খাদ্যসামগ্রী ও ফল উপহার হিসেবে তুলে দেন। ভবিষ্যতে সরকারি নির্দেশনা মোতাবেক সব সহযোগিতা সঠিক সময়ে পৌঁছে দেয়ার আশ্বাস দেন তিনি।
ঢাকার রাজারবাগ উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন রথিন বিশ্বাস। নিজ আয়ের একটি অংশ নিয়মিত পাঠাতেন প্রতিবন্ধী ভাইবোনের জন্য। গত ৫ আগস্ট বিকেলে গণ-অভ্যুত্থানের পর জাতীয় সংসদ ভবন এলাকায় বিজয় মিছিলে গিয়ে আহত হন রথিন বিশ্বাস। ন্যাশনাল ইন অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে তার মৃত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা