২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

খুলনায় নদীভাঙনে অর্ধশত বসতবাড়ি বিলীন

দাকোপ উপজেলার কালাবগী এলাকায় নদীভাঙনে বিলীন বসতবাড়ি : নয়া দিগন্ত -

খুলনার দাকোপ উপজেলায় নদীভাঙনে অর্ধশত বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এখন বেড়িবাঁধের ওপর খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ উপজেলার কালাবগী এলাকায় কালাবগী-সুতারখালী নদীর তীরে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ৩২ নম্বর পোল্ডারের অধীন কালাবগী বৃহস্পতি বাজার হতে ফরেস্ট অফিসের বিপরীত পাড় পর্যন্ত জনবসতি ভাঙনের কবলে পড়ে। এ সময় আতঙ্কিত মানুষের ডাক চিৎকারে এলাকার অন্যদের ঘুম ভেঙে যায়। চোখের সামনে বসতভিটা নদীতে বিলীন হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এর মধ্যে ৭/৮টি পরিবার তাদের পরনের পোশাক ছাড়া বাড়ির কোনো মালপত্র রক্ষা করতে পারেনি বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদেরকে যথাযথ সহায়তা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement