২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বান্দরবানে বিজ্ঞান মেলায় ৬০০ শিক্ষার্থীর দেড় শতাধিক প্রকল্প

-

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। এতে ছয় শ’ শিক্ষার্থীর দেড় শতাধিক প্রকল্প স্থান পায়।
গত বুধবার সকালে সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন রিজিয়ন কমান্ডারের স্ত্রী মাহমুদা আক্তার, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে: কর্নেল মাহমুদুল হাসান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লে: কর্নেল শাজাহান সিরাজ ভূঁইয়া, উপাধ্যক্ষ আতিকুর রহমানসহ আরো অনেকে।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞান মেলায় কৃষি প্রযুক্তি, আধুনিক রোবট, উন্নত শহর, পরিবেশ রক্ষায় প্রযুক্তিসহ ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প স্থান পায়।


আরো সংবাদ



premium cement