২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আলীকদমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

-

বান্দরবানের আলীকদমে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক আলীকদম থানায় মামলাটি করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক জিয়াউল হক ওরফে জিয়াবুল উপজেলার চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মামলার পর থেকে তিনি পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হকের অফিস কক্ষটি অন্যান্য শিক্ষকদের থেকে আলাদা। অফিস কক্ষে অনৈতিক উদ্দেশ্যে একটি চৌকি বসানো হয়েছে। গত ২৮ আগস্ট দুপুরে বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় শিশু শিক্ষার্থীকে একা পেয়ে প্রধান শিক্ষক অশ্লীল কথা, অনৈতিক প্রস্তাবসহ আপত্তিকর আচরণ করেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন। গত ১১ সেপ্টেম্বর একইভাবে অন্য এক শিক্ষার্থীকে আপত্তিকরভাবে স্পর্শ করতে দেখে ওই শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গত ১৫ সেপ্টেম্বর আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তপরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement