২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ফেনীতে ইসলামী ব্যাংকে গ্রাহকসেবা মাস উদযাপন

-

ইসলামী ব্যাংকের নোয়াখালী জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, শরীয়াহসম্মতভাবে ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংক সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠার ৪১ বছরে ৩৯৫টি শাখা হয়েছে। গত ৫ বছরে ২৮০০ এজেন্ট হয়েছে। ব্যাংকে যেই সেবা পাওয়া যাবে, এজেন্টেও একই সেবা পাওয়া যাবে। দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা তুলতে পারছেন। অর্থনীতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে হবে।
গত বুধবার ফেনী শহরের কলেজ রোড শাখায় গ্রাহক সেবা মাস ক্যাম্পেইন উপলক্ষে ফরেইন রেমিটেন্স বেনিফিশিয়ারি ও ডিপজিটরদের নিয়ে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাখাপ্রধান মোহাম্মদ ওবায়েদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন তমিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ, ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মনসুরুল হক, মহিপাল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ড. সাইফুর রহমান চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ সাখাওয়াত হোসেন।


আরো সংবাদ



premium cement