২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিডনিতে বাড়িতে আগুন লেগে ৩ শিশুর মৃত্যু

সিডনিতে বাড়িতে আগুন লেগে ৩ শিশুর মৃত্যু - সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনিতে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশু প্রাণ হারিয়েছে। এদের একজন ১০ বছরের কিশোরী এবং বাকি দু’জন দুই ও চার বছরের দুই।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ আরো জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ফ্রিম্যান স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগার পর জরুরি সেবাসমূহকে খবর দেয়া হয়।

নিহত তিন শিশুর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ২৯ বছর বয়সী এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানানো হয়েছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement