২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার অস্ট্রেলিয়ার হাঁসের খামারে বার্ড ফ্লুর থাবা

এবার অস্ট্রেলিয়ার হাঁসের খামারে বার্ড ফ্লুর থাবা - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে একটি হাঁসের খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, হাঁস ও মুরগির ডিম এবং গরুর গোশত খাওয়ায় ঝুঁকি নেই। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সরকার এমনটাই জানিয়েছে। আগেই বার্ড ফ্লু শনাক্ত হয়েছে এমন পাঁচটি পোলট্রি খামারের কাছে এই হাঁসের খামারটির অবস্থান।

সরকার বলছে, এই সংক্রমণের ঘটনাটি হঠাৎ কিছু নয়। মেলবোর্নের কাছে বার্ড ফ্লুর দুটি ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। চারটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর এইচ৭এন৩ ধরণ এবং এর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পোলট্রি খামারে এইচ৭এন৯ ধরণ পাওয়া গেছে। বিশ্বজুড়ে এইচ৫এন১ বা বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫এন১ ধরনটিতে কয়েক শ' কোটি বন্য প্রাণী এবং খামারের প্রাণী আক্রান্ত হয়েছে। এতে খাদ্য সরবরাহ বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

ভিক্টোরিয়ার কৃষি বিভাগ বলেছে, একটি বাণিজ্যিক হাঁসের খামারে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, সেখানে ভাইরাসের অত্যন্ত সংক্রামক ধরণ এইচ৭এন৩ আছে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মুরে ওয়াট বলেন, অস্ট্রেলিয়ায় ২ কোটি ১০ লাখ থেকে ২ কোটি ২০ লক্ষ ডিম দেওয়া মুরগি আছে। ভাইরাসে আক্রান্ত খামারগুলোর প্রায় ১০ লাখ মুরগি মারা যেতে পারে।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement