ভানুয়াতুর কাছে শক্তিশালী ভূমিকম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৪, ১২:২৬
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। এতে সুনামির কোনো আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্র তলদেশের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, জনবিরল একটি দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
ভানুয়াতুতে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ভানুয়াতুর ভৌগলিক অবস্থান ভূকম্পনীয় রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জনসংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার।
সূত্র : এএফপি