পার্লামেন্টে হ্যাকিংয়ে চীনা রাষ্ট্র-সমর্থিত গ্রুপকে দায়ী করল নিউজিল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ০৪:৫২
নিউজিল্যান্ডের পার্লামেন্টে ২০২১ সালে হ্যাকিংয়ের শিকার হওয়ার জন্য চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত একটি কোম্পানিকে দায়ী করেছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের হ্যাকিংয়ের শিকার হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের চীনা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এক দিন পর নিউজিল্যান্ড এই ঘোষণা দিলো।
নিউজিল্যান্ডের গভার্নমেন্ট কমিউনিকেশন্স সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, তাদের দেশের পার্লামেন্টে হ্যাকিংয়ে জড়িত গ্রুপটির নাম হলো অ্যাডভান্সড পারসিসট্যান্ট থ্রেড ৪০। এটি চীনা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত।
জিসিএসবিবিষয়ক মন্ত্রী জুডিথ কলিন্স এক বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানে সাইবার গুপ্তচরবৃত্তি গ্রহণযোগ্য নয়।
তবে ওয়েলিংটনে নিযুক্ত চীনা দূতাবাস নিউজিল্যান্ডের অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং দায়িত্বহীন।
দূতাবাস এক বিবৃতিতে জানায়, 'আমরা কখনো নিউজিল্যান্ডসহ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক কাজ করিনি, ভবিষ্যতেও করব না।
সূত্র : ভয়েস অব আমেরিকা