০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

রেকর্ড পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে অস্ট্রেলিয়ান পুলিশ

রেকর্ড পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে অস্ট্রেলিয়ান পুলিশ - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পুলিশ দেশটির সবচেয়ে বড় মাদক চোরাচালানের বিবরণ প্রকাশ করেছে। তদন্তকারীরা বলছেন, একটি গোপন আন্তর্জাতিক অভিযানে ৬৭ কোটি ডলার মূল্যের দুই টনেরও বেশি কোকেন পশ্চিম অস্ট্রেলিয়ায় ঢুকতে বাঁধা দিয়েছে।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, গত নভেম্বরে ইকুয়েডর উপকূলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এসব মাদক চিহ্নিত করে এবং আটক করে। কোকেনের এই বিশাল চালান পশ্চিম অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল।

তদন্তকারীরা বলছেন, পাচারকারীদের অজান্তেই এই চালান জব্দ করা হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ গোপনে এতে কোকেনের পরিবর্তে প্লাস্টার অফ প্যারিস নামে একটি মিহি সাদা পাউডার ব্যবহার করে। এই চালান, পার্থের পশ্চিমে ভারত মহাসাগরে ফেলা হয়। এ সময় ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে এই কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

গতকাল শনিবার পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ সংবাদদাতাদের বলেন, এটি একটি সুচারু অভিযান। এই অভিযানের সময় পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ, মেক্সিকোর একটি অপরাধ চক্রের সাথে জড়িত একটি অপরাধ চক্রকে শনাক্ত করে। তারা নকল মাদকের চালান খুজেঁ পেতে এবং এগুলো সরাতে দুটি নৌকা ব্যবহার করছিল।

দু'জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। পরে এই চক্রের অন্য সন্দেহভাজন সদস্যদের পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের একটি পোতাশ্রয় থেকে আটক করা হয়। নজদারি দলের তোলা ছবিতে দেখা যায় যে একটি নৌকাকে সৈকতে ধোয়া-মোছার পর অন্য একটি নৌকা টেনে নিচ্ছে। এখান থেকেই দু’জনকে আটক করা হয়। এই স্থান থেকে কয়েক শ’ কিলোমিটার দূরে, মহাসড়কে একটি গাড়ি থামিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

এ অভিযানে ৩৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিকসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলিয়ার বার্ষিক কোকেন সেবনের প্রায় অর্ধেক এই চালানে ছিল বলে অনুমান করা হচ্ছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল