০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

বৃষ্টিতে আকাশ থেকে পড়ছে জ্যান্ত মাছ

বৃষ্টিতে আকাশ থেকে পড়ছে জ্যান্ত মাছ। - ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিতে আকাশ থেকে ঝরে পড়ছে অজস্র জ্যান্ত মাছ। সম্প্রতি এমন ঘটনার স্বাক্ষী হলো অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত শহর লাজামানু। যদিও আবহাওয়াবিদদের মতে, ‘এ ধরনের ঘটনা অদ্ভুত মনে হলেও বিরল নয়।’

আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, ডারউইন শহর থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে লাজামানুতে মঙ্গলবার ভারী বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টিতে আকাশ থেকে ছোট ছোট জ্যান্ত মাছও ঝরে পড়েছে।

সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্রিউ জনসন গণমাধ্যমে বলেন, ‘মঙ্গলবার আমাদের এলাকায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলে। তবে বৃষ্টি শুরু হতেই দেখি, ছোট ছোট জ্যান্ত মাছও আকাশ থেকে পড়ছে। আকাশ থেকে জ্যান্ত মাছ পড়তে দেখে ঘরে রাখা যায়নি লাজামানুর ছোট ছোট বাচ্চাদের। অনেকেই মাছগুলো ধরে কাঁচের বয়ামে বন্দি করেছে।’

লাজামানুর আকাশ থেকে আগেও জ্যান্ত মাছ ঝরে পড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের দাবি যে ১৯৭৪, ২০০৪ এবং ২০১০ সালেও এ ধরনের ঘটনার স্বাক্ষী হয়েছিল এ শহরটি।

স্থানীয় বাসিন্দা পেনি ম্যাকডোনাল্ডের মতে, ‘৮০ দশকেও আকাশ থেকে জ্যান্ত মাছ পড়েছিল। আমি তখন স্কুলে চাকরি করি। এক দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অবাক কাণ্ড! আমার বাড়ির আশপাশের রাস্তা ছোট ছোট জ্যান্ত মাছে ঢেকে গেছে।’

এ ঘটনার ব্যাখ্যা করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের মতে, টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণিঝড় নদীর পানি ও মাছ ঊর্ধ্বমুখে উড়িয়ে কয়েক কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। এরপর সেগুলো আকাশ থেকে পড়লে এমন ঘটনা দেখা যায়।

জেফ জনসন নামে কুইন্সল্যান্ড জাদুঘরের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যে মাছগুলো আকাশ থেকে পড়েছে, সেগুলো স্প্র্যাঙ্গলড গান্টার্স নামে পরিচিত। ওই মাছগুলো আকারে দু’আঙুল লম্বা হয়।


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল