০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বৃষ্টিতে আকাশ থেকে পড়ছে জ্যান্ত মাছ

বৃষ্টিতে আকাশ থেকে পড়ছে জ্যান্ত মাছ। - ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিতে আকাশ থেকে ঝরে পড়ছে অজস্র জ্যান্ত মাছ। সম্প্রতি এমন ঘটনার স্বাক্ষী হলো অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত শহর লাজামানু। যদিও আবহাওয়াবিদদের মতে, ‘এ ধরনের ঘটনা অদ্ভুত মনে হলেও বিরল নয়।’

আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, ডারউইন শহর থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে লাজামানুতে মঙ্গলবার ভারী বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টিতে আকাশ থেকে ছোট ছোট জ্যান্ত মাছও ঝরে পড়েছে।

সেন্ট্রাল ডেজার্ট কাউন্সিলর অ্যান্ড্রিউ জনসন গণমাধ্যমে বলেন, ‘মঙ্গলবার আমাদের এলাকায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলে। তবে বৃষ্টি শুরু হতেই দেখি, ছোট ছোট জ্যান্ত মাছও আকাশ থেকে পড়ছে। আকাশ থেকে জ্যান্ত মাছ পড়তে দেখে ঘরে রাখা যায়নি লাজামানুর ছোট ছোট বাচ্চাদের। অনেকেই মাছগুলো ধরে কাঁচের বয়ামে বন্দি করেছে।’

লাজামানুর আকাশ থেকে আগেও জ্যান্ত মাছ ঝরে পড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের দাবি যে ১৯৭৪, ২০০৪ এবং ২০১০ সালেও এ ধরনের ঘটনার স্বাক্ষী হয়েছিল এ শহরটি।

স্থানীয় বাসিন্দা পেনি ম্যাকডোনাল্ডের মতে, ‘৮০ দশকেও আকাশ থেকে জ্যান্ত মাছ পড়েছিল। আমি তখন স্কুলে চাকরি করি। এক দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অবাক কাণ্ড! আমার বাড়ির আশপাশের রাস্তা ছোট ছোট জ্যান্ত মাছে ঢেকে গেছে।’

এ ঘটনার ব্যাখ্যা করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের মতে, টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণিঝড় নদীর পানি ও মাছ ঊর্ধ্বমুখে উড়িয়ে কয়েক কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়। এরপর সেগুলো আকাশ থেকে পড়লে এমন ঘটনা দেখা যায়।

জেফ জনসন নামে কুইন্সল্যান্ড জাদুঘরের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যে মাছগুলো আকাশ থেকে পড়েছে, সেগুলো স্প্র্যাঙ্গলড গান্টার্স নামে পরিচিত। ওই মাছগুলো আকারে দু’আঙুল লম্বা হয়।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল