গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড, দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির উত্তর অংশে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল তাণ্ডবে ব্যাপক বন্যা শুরু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
এর পেক্ষিতে মঙ্গলবার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ক্রমবর্ধমান পানির মধ্যে লোকজন তাদের ছাদে আটকা পড়েছে, ভূমিধসে বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তা পানিতে তলিয়ে গেছে।
নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি জরুরি অবস্থা জারি পত্রে মঙ্গলবার স্বাক্ষর করেন। প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মন্ত্রী আরো বলেছেন, ‘এটি অভাবনীয় প্রাকৃতিক দুর্যোগ। এই ঝড়টির বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।’
এদিকে নিউজিল্যান্ডে ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদে উগ্র হামলা এবং ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
সূত্র : আল-জাজিরা