শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ মে ২০২২, ১৫:১১
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যান্থনি অ্যালবানিজ। টোকিওতে কোয়াড আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
বিবিসি জানিয়েছে, সোমবার অর্থাৎ ২৩ মে ৫৯ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে স্থায়ী একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।
শনিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে স্কট মরিসনের রক্ষণশীল সরকারকে পরাজিত করে জয়ী হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজ।
অ্যালবানিজ জানান, অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বের সাথে জড়িত হতে ইচ্ছুক। সেই লক্ষ্যে আজ টোকিও’র উদ্দেশে যাত্রা করে কোয়াড দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নেতাদের সাথে দেখা করবেন।
কোয়াড গ্রুপকে মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবিলা করার লক্ষ্য হিসেবে দেখা হয়। গত মাসে সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে চীনের একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার পর প্রশান্ত মহাসাগরে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।
সূত্র : আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা